ফিচার

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

By daily satkhira

December 26, 2024

ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল হায়দার বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার গভির রাতে খুলনা পশ্চিম বানিয়া খামার এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন।

তিনি শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে ডাঃ আব্দুল জলিলের পুত্র ও সাতক্ষীরা ৪ আসনের সাবেক আ.লীগের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছোট ভাই।

যশোর কোতয়ালী থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামে হাসান মিয়া নামে এক ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।