নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের উপক‚লীয় এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। পানি সংগ্রহ করতে বহু পথ পাড়ি দিতে হয় নারীদের। শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ৪টি গ্রামের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা বাস্তবায়নে নির্মান করা হয়েছে পিএসএফ।
রোববার সকাল ১০ টায় আটুলিয়ার সাপেরদুনি গ্রামে নির্মিত পিএসএফের উদ্বোধন করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। এসময় আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ বাবু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল হাই খশরু, মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম সানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পিএসএফটি নির্মানের ফলে ৪ টি গ্রামের কয়েকশত পরিবারের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত বলে মনে করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য: অত্র এলঅকার মানুষ সুপেয় পানি সংগ্রহের জন্য ১ থেকে ৪ কিলোমিটার পড়ি দিতে হতো। সময় ব্যয় হতো ৩ থেকে ৫ঘন্টা। সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই পিএসএফটি স্থাপন করা হয়েছে। এছাড়াও এই ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে ৪টি টিউবওয়েল, ২টি সাঁকো, ২০টি শৌচাগার, ১৭টি পানির ট্যাংকি, ৩টি ন্যাপকিন কর্ণার ও ১৫ জনের মধ্যে আয়বৃদ্ধি মূলক উপকরণ বিতরণ, ১৬ জনের বাড়িতে সবজি চাষের ব্যবস্থা এবং একটি রাস্তা নির্মাণসহ ওই রাস্তার পাশে গাছ লাগানো হয়েছে।