আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্থানীয়ভাবে পরিচালিত ক্রিয়াকলাপ টেকসই, জল ও ভূমি ব্যবস্থাপনা (ল্যান্ডওয়াটার) প্রকল্পের উপজেলা পর্যায়ের সাথে ল্যান্ডস্কেপ ম্যানেজমেন্ট প্ল্যান শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় উত্তরণ এনজিওর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, সমাবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, শ্রীউলা’র ইউপি সদস্য ইয়াসিন আলী। সভায় শ্রীউলা ও প্রতাপনগরের ৩ গ্রামের টেকসই বেড়িবাঁধ, রাস্তা, পানি ও কালভার্ট সহ বিভিন্ন বিষয় কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরণ এনজিওর টেকনিক্যাল অফিসার সিরাজুল ইসলাম।