ফিচার

ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি

By daily satkhira

January 01, 2025

নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় জেলা ছাত্রদলের আয়োজনে পোস্ট মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালি শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রনি, সাবেক যুগ্ম সম্পাদক পলাশ সরকার, সাবেক সদস্য আমিনুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তারা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেন। ##