সাতক্ষীরা

পৌর ৫নং ওয়ার্ডের বাটকেখালীতে বাংলাদেশ ভ‚মিহীন আন্দোলনের কর্মীসভা

By daily satkhira

January 08, 2025

সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ডের বাটকেখালীতে বাংলাদেশ ভ‚মিহীন আন্দোলনের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় বাটকেখালীতে বাবু মিন্টু পদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভ‚মিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ভ‚মিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম গাজী। বক্তব্য রাখেন, মুজিবর রহমান, মনিরা খাতুন,বিষ্ঠুপদ দাশ।

বক্তারা বলেন, এই তীব্র শীতে অসহায় দরিদ্র ভ‚মিহীনরা চরম দূর্ভোগে পড়েছে। তাদের ঘটের খাবার নেই, আবার শীত নিরবনের জন্য গরম কাপড় নেই। বেসরকারিভাবে দ্রæত অসহায় দরিদ্র ভ‚মিহীনদের মধ্যে শীতবস্ত্র এবং দরিদ্র ভ‚মিহীনদের মধ্যে ত্রান সামগ্রি প্রদানের দাবি জানান।

এছাড়া জেলা ব্যাপি ভ‚মিহীনদের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, খাস জমিতে বসবাসকারী ভ‚মিহীনদের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান করতে হবে। অন্যদিকে জেলার শত শত বিঘা খাস জমি প্রভাবশালী ভ‚মিদস্যুদের কবল থেকে উদ্ধার করে ভ‚মিহীনদের মধ্যে বন্টন, ভূমিহীনদের হত্যার বিচার নিশ্চিত করা এবং ভ‚মিহীনদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি