নিজস্ব প্রতিনিধি : গাবুরার চিহ্নিত সন্ত্রাসী শফি, নূরুন্নবী, আকিজসহ ৫টি হত্যা মামলার আসামী রবিউল জোয়ার্দ্দার বেপরোয়া হয়ে উঠেছে। এলাকার অসহায় মানুষের ঘের দখল, জমি দখল এবং অস্ত্র প্রদর্শন করে চাঁদা আদায়ের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছে শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার মানুষ। পাশের্^মারী গ্রামের মৃত আকিজ উদ্দীনের পুত্র ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, সম্প্রতি কয়েকদিন যাবত খুলনা থেকে টলার যোগে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে প্রতি রাতে গাবুরার বিভিন্ন ঘের দখল লুটপাট চালিয়ে যাচ্ছে। এছাড়াও চাঁদা না দিলে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। ইতোপূর্বে গাবুরার শফি, নূরুন্নবী মাও: আসাদুল্লাহ গালিব, আকিজ এবং আমিরুলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। তাদের অপরাধ ছিলো রবিউল জোয়ার্দ্দারের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা। এছাড়া রবিউল জোয়ার্দ্দারের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে।
গত ৬ জানুয়ারি সাত্তার খার পুত্র শফিউল্লাহর কয়েকটি ঘের রাতে এসে লুটপাট করে। এসময় তারা ঘেরে যাওয়ার চেষ্টা করলে তাদের খুন জখমের হুমকি প্রদর্শন করে।
মৃত আসাদুল্লাহ আল গালিবের স্ত্রী ফাতেমা খাতুন জানান, খুনী রবিউল জোয়ার্দ্দার তার সন্ত্রাসী বাহিনী রাতে এসে তাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। এছাড়া তার স্বামীর মৎস্যঘের দখল করে লুটপাট অব্যাহত রেখেছে।
এবিষয়ে গাবুরাবাসী অবিলম্বে ওই খুনী রবিউল জোয়ার্দ্দারকে গ্রেফতার পূর্বক এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এনিয়ে অভিযুক্ত রবিউল জোয়ার্দ্দারের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।