ফিচার

সাতক্ষীরায় প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির শীতবস্ত্র বিতরণ

By daily satkhira

January 11, 2025

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে জেলা রোভার স্কাউটস ভবনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বপ্নসিড়ির উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজিজুর রহমান পলাশ।

স্বপ্নসিড়ির সভাপতি মুহা. আলতাফ হোসেন এ-র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন, বাংলাদেশ স্কাউটস এ-র সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলা রোভার স্কাউটস এ-র প্রাক্তন সম্পাদক এ এস এম আব্দুর রশিদ, জেলা স্কাউটস এ-র কমিশনার আবদুল মাজেদ,

স্বপ্নসিড়ির উপদেষ্টা ঈদুজ্জামান। বক্তব্য রাখেন স্বপ্নসিড়ির উপদেষ্টা জামাল উদ্দিন, রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক নাজমুল হক, রোভার নেতা সেলিম আকুঞ্জি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল­াহ আল মামুন, সালাউদ্দিন রানা, সদস্য মাহবুব সিয়াম প্রমুখ।