ফিচার

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

By daily satkhira

January 11, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ১০ টায় তুফান কনভেনশন সেন্টারের বিশিষ্ট সমাজসেবক চিংড়ি পোনা ব্যবসায়ী ডঃ আবুল কালাম বাবলা ‘র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স শম্পা ফিসের সত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ , উপদেষ্টা মেসার্স সততা এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী আইয়ূব হোসেন, আহ্ছানিয়া ফিসের সত্বাধিকারী মিলন সরকার, সৈকত ফিসের সত্বাধিকারী ইব্রাহিম হোসেন, সমিতির বার্ষিক আয় ও ব্যয়ের হিসাবের বিবরণী পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ ও মেসার্স পাপড়ি ফিসের সত্বাধিকারী মোঃ রুহুল আমিন। বার্ষিক সাধারণ সভা -২০২৪ আয় ও ব্যয়ের হিসাবের বিবরণী সর্বমোট আয় -১১,০৭,৪৯২ টাকা সর্বমোট ব্যয় ৫,৯২,৬৭০ টাকা ধার হয়। এছাড়া সমিতির উদ্যোগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসময় সভাপতি তার বক্তব্য বলেন, সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির স্বার্থ যেকোনো সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে নেয়া হবে।ব্যবসার উন্নয়নে ঐক্যের কোন বিকল্প নেই। সমিতির সকল ব্যবসায়ী কে সৎ ও সততা সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। সকল ব্যবসায়ীদের এক থাকতে হবে। বর্তমানে খরচের খাত অনেক বৃদ্ধি পেয়েছে। সে অনুযায়ী ব্যবসায় লাভ হচ্ছে না।

কক্সবাজার নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে যাতে সকল ব্যবসায়ীরা লাভবান হতে পারে সে উদ্যোগ গ্রহণ করা হবে। এর আগে সমিতির মৃত্যুত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মদিনা ফিস এর সত্বাধিকারী মরহুম মিজানুর রহমান মিজান, ড়াবলু এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মরহুম মোঃ মোঃ রবিউল ইসলাম রবি,লিলিমা ফিস এর সত্বাধিকারী মরহুম সাহাবুদ্দিন লাল্টু সহ সকল চিংড়ি পোনা ব্যবসায়ী দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেসার্স ফিস প্যালেস এর সত্বাধিকারী ওবায়দুর রহমান লিটন।