সাতক্ষীরা

পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া

By daily satkhira

January 11, 2025

প্রেস বিজ্ঞপ্তি: পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের আয়োজনে গতকাল রাত ৮ টায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাদ্দীস মাওলানা আবুল খায়ের, সাবেক পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি, জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, শহর শাখার আমির মোঃ জাহিদুল ইসলাম, পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা,

সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, কলেজ অব বিজনেস এন্ড টেকনিক্যাল এডুকেশনের সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার মোহাদ্দীস মোস্তফা শামছুজ্জামান, জামায়াত ইসলামী সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড আমির মোহাম্মদ ইব্রাহিম খলিল। যুব সংঘের সহ সাধারণ রফিকুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, যুব সংঘের সদস্য সাধারণ সম্পাদক সাইদুর রহমান লালটু, সাংগঠনিক সম্পাদক এস এম আনজামুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, বুলবুল আহমেদ, মনিরুল ইসলাম, জাহিদুর রহমান, হাবিবুর রহমান, ওবায়দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল আজিম, আতিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজ যেখানে ধ্বংসের পথে সেখানে এই যুব সংঘের সদস্যরা মাদক, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ থেকে বিরত থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে। যুব সংঘের স্থায়ী জায়গা ব্যবস্থা করা সহ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস করেন বক্তারা।