আশাশুনি

আশাশুনিতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে নগদ টাকা সোনার গহনা লুট

By daily satkhira

January 11, 2025

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির আনুলিয়ায় চেতনা নাশক ঔষধ স্প্রে ও বাড়ির সকল সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত্রে উপজেলার আনুলিয়া ইউনিয়নের আনুলিয়া গ্রামের ভবেন্দ্র নাথ সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভবেন্দ্রনাথ সরদারের ছেলে গনেশ সরদার জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত্রে খাওয়া দাওয়া শেষ করে মা বাবা, স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ি। গভীর রাত্রে দুর্বৃত্তরা পাঁচিলের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ির সকল সদস্যদের চেতনাশক ঔষধ স্প্রে ও অজ্ঞান করে রাখে।

পরে ঘরের মধ্যে লুকিয়ে রাখা শোকেস আলমারি সহ বিভিন্ন জায়গা থেকে নগর ৪৩ হাজার টাকা, একটি সোনার আংটি ও দুটি রুপার আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। সকালে পাশের বাড়ির লোকজন এসে ডাকাডাকি করে সকল সদস্যের ঘুম ভাঙ্গায়। বর্তমান সকল সদস্য সুস্থ থাকলেও ছোট ছেলেটির অবস্থা খারাপ বলে তিনি জানান।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি এলাকায় গাজা ও অনলাইন জোয়ার আসত্ব বেড়ে গেছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালাচ্ছেন বলে জানান। গভীর রাত পর্যন্ত এসব গাঁজাখোর ছেলেরা বিভিন্ন সময় বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করে বলে জানায় তারা। তবে প্রশাসনের ভূমিকা না থাকায় এসব অপরাধ প্রবণতা বেড়ে গেছেন বলে তিনি জানান।

এদিকে মাত্র দুই দিন আগে প্রতাপনগরে বিশ্বাস বাড়ি থেকে বিষ প্রয়োগে ছয়টি গবাদি পশুর মৃত্যু ও পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের সরদার বাড়িতে চেতনা নাশক স্প্রে করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি থেকে লুটপাটের ঘটনায় হিন্দু সম্পদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় গনেশ সরদার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।