শিক্ষা

ইতিহাসের এই দিনে : ২৮ জুন ২০১৭

By Daily Satkhira

June 28, 2017

১৩৮৯ খ্রিস্টাব্দের এই দিনে অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে।

১৪৭৬ খ্রিস্টাব্দের এই দিনে পোপ চতুর্থ পলের জন্ম।

১৬৫৭ খ্রিস্টাব্দের এই দিনে দারা শিকোহ অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়।

১৭১২ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী দার্শনিক জাঁ জ্যাক রুশোর জন্ম।

১৭৫৭ খ্রিস্টাব্দের এই দিনে মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গবর্নর নিযুক্ত হন।

১৮২০ খ্রিস্টাব্দের এই দিনে প্রমাণিত হয় যে টমেটো বিষাক্ত নয়।

১৮৩৬ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি জেমস ম্যাডিসন এর জন্ম।

১৮৩৮ খ্রিস্টাব্দের এই দিনে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক।

১৮৩৯ খ্রিস্টাব্দের এই দিনে পাঞ্জাব কেশরী মহারাজা রণজিৎ সিংয়ের মৃত্যু।

১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯৩৪) ইতালীয় সাহিত্যিক লুইজি পিরানদেল্লোর জন্ম।

১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে ‘কল্লোল’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক গোকুলচন্দ্র নাগের জন্ম।

১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহের জন্ম।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান ও মিত্রজোটের ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুস এর জন্ম।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন।

 

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে ইসরাইল কর্তৃক পূর্ব জেরুজালেম দখল।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে শিল্পাচার্য জয়নুল আবেদীনের মৃত্যু।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার বিমান ও নৌবাহিনীতে প্রথম মহিলা ক্যাডেট অন্তর্ভুক্ত।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে কবি বন্দে আলী মিয়ার মৃত্যু।

১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশের মৃত্যু।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্কের প্রেসিডেন্ট সুলাইমান ডেমিরেলের ৭৩ বছরের মধ্যে প্রথম দেশে ইসলামিক নেতৃত্বাধীন সরকার অনুমোদিত।