ফিচার

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতসহ ৪ টি আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবী সমিতির

By daily satkhira

January 15, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সার্টিফিকেট আদালত,রাজস্ব আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।

বুধবার বিকালে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শেখ ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নূরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তুজাম, সাতক্ষীরা ল কলেজে অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান, সিনিয়র আইনজীবী এড. সুনীল কুমার ঘোষ, এড. আসাদুজ্জামান বাবু, এড. ইউনুস আলী, এড. আব্দুল মুজিদ, এড. মোস্তফা নূরুল আলম, এড. প্রণব কুমার সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, এড. সাহেদুজ্জামান সাহেদ, এড. সাঈদুজ্জামান জিকোসহ আইনজীবীবৃৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. আবু বক্কর সিদ্দিক।

বক্তারা বলেন, আইনজীবী সমিতি চলে নীল কাগজের টাকায়। দীর্ঘদিন ধরে মামলার আরজিসহ বিভিন্ন আবেদন ওই নীল কাগজে জমা দেওয়া। এতদিন কোন সমস্যা না হলেও আকস্মিকভাবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নীল কাগজের ব্যবহার বন্ধ করে ডেমিতে দায়ের করতে বলেছেন। যেটা জেলা আইনজীবী সমিতিকে দমিয়ে রাখার চক্রান্ত। যতদিন ওই সিদ্ধান্ত থেকে জেলা প্রশাসক সরে না আসবেন বৃহস্পতিবার থেকে ততদিন পর্যন্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কোন আইনজীবী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সার্টিফিকেট আদালত,রাজস্ব আদালতে কোন মামলা লড়বে না।