নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আঞ্জুমান মফিদুল ইসলাম এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা কার্যলয়ে ১০০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
আঞ্জুমান মফিদুল ইসলাম সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ দ্বীন আলী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, বিশিষ্ট সমাজসেবক ডা.আবুল কালাম বাবলা, আঞ্জুমান মফিদুল ইসলাম সাতক্ষীরা জেলা শাখার সদস্য প্রফেসর মোঃ লিয়াকত পারভেজ,সদস্য শেখ শফিক উদ-দৌলা সাগর,সদস্য মোঃ দাউদ হোসেন সরদার,মোঃ নওশের আলী,মোঃ আব্দুর রশিদ,জিয়াউদ্দিন আহমেদ, এম,এম মজনু,মোঃ আব্দুল খালেক,মোঃ গোলাম আজম,মোঃ আশরাফুল করিম সহ আরো অনেকে।
উল্লেখ্য যে, আঞ্জুমান মফিদুল ইসলাম সংগঠন বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমের পাশাপাশি নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি ও স্বনির্ভর করতে সেলাই কার্যক্রম চালু রেখেছে। প্রশিক্ষণ শেষে তাদের সনদ ও বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। প্রতিবছরের মতো এবছরও সাতক্ষীরায় ১০০ জন অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করছি। আঞ্জুমান মফিদুল ইসলাম ঐতিহ্যের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবতার কল্যাণে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।