ফিচার

স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল

By daily satkhira

January 16, 2025

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন ২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই নির্বাচনে বুধবার ১৫ জানুয়ারি জেলার নতুন নেতৃত্বে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল।

এর আগে ২৬ ডিসেম্বর সারাদেশে একযোগে অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা কমিটির ২৯ জন সদস্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৭ পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত বোর্ডে সাধারণ সম্পাদক অর্পণ বসু, সহ-সভাপতি শরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, ট্রেজারার নাঈমুর রহমান চৌধুরী, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডল এবং পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন নির্বাচিত হয়েছেন।

সারাদেশে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে যাওয়া সংগঠন ভিবিডি প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করে।

সাতক্ষীরার যেকোনো ধরনের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম খলিল এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ, ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো মানবিক কাজ করতে সকল ভলান্টিয়ার, স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার জয়ী জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ধ্রুব ২০১১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সারাদেশের তরুণদের নিয়ে এসডিজি বাস্তবায়ন এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৬৪ জেলার ৫০ হাজারের বেশি ভলান্টিয়ার সংগঠনটির সঙ্গে জড়িত আছেন।