দেবহাটা

দেবহাটায় তারুণ্যের উৎসবে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি বিতরণ ইউএনওর

By daily satkhira

January 16, 2025

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় তারুণ্যের উৎসবে ইউএনও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন করেছেন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বিভিন্ন স্কুলে তারুণ্যের উৎসবে যোগদান করে মেধাবী শিক্ষার্থীদেরকে এই শিক্ষা সামগ্রী বিতরন করেন।

সকালে দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলে তারুণ্যের উৎসবে ইউএনও মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরন করেন।

এসময় দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলার শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদেরকে ইউএনও মোঃ আসাদুজ্জামান শিক্ষা সামগ্রী বিতরন করেন। এসময় নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, স্কুলের প্রধান শিক্ষকসহ সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।