ফিচার

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

By daily satkhira

January 19, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বুল্ডোজার দিয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য। এর আগে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত থেকে উক্ত মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়। 

মাদকদ্রব্য ধ্বংসের সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি’র খুলনা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোঃ আশরাফুল হক, সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: কাজী আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস (আইসিটি)সহ পুলিশ, র‌্যাব, রাজস্ব কর্মকর্তা, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেলের নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন। 

ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ভারতীয় ফেন্সিডিল ৭ হাজার ৪৫৬ বোতল। বিভিন্ন প্রকার ভারতীয় মদ ১৭হাজার ২১৮ বোতল। ভারতীয় গাঁজা ৯৩ কেজি ৫০ গ্রাম, ভারতীয় হিরোইন-৭ কেজি ১০০ গ্রাম, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৩লক্ষ ২৮ হাজার ৮৫৩ পিচ, ভারতীয় এলএসডি ২৪ বোতল, ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস ৪হাজার ৫৫২ কেজি, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট ৪০হাজার ৯০৭ পিচ, ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ২ কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার ৪৭১ পিচ, ভারতীয় ইনজেকশন ড্রাগ ৩৮ বোতল, ভারতীয় পাতার বিড়ি১৩লক্ষ ৪৮হাজার ৫৫৩ পিচ, ভারতীয় তামাকের গুড়া ২০ কেজি।

প্রধান অতিথি বিজিবি সেক্টর কমান্ডার বলেন, বিজিবি সীমান্তের জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভুমিকা রাখছে। সীমান্তে মাদকসহ চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।##