নিজস্ব প্রতিনিধি : দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এসএটিভি’র ১৩ বছরে পদার্পন উপলক্ষ্যে সাতক্ষীরায় কেককাটা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের ম্যানগ্রেভ সভাঘরে এসএটিভির ১৩তম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত কেককাটা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএটিভির সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার।
এময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, অধ্যাপক পবিত্র মোহন দাশ, সিনিয়র সাংবাদিক আবু কাজী, কবি স ম তুহিন, কবি প্রাণ কৃষ্ণ সরকার, বাংলাভিশন ও বাসসের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক প্রবর্তনের সাতক্ষীরা প্রতিনিধি কাজী জামাল উদ্দীন মামুন, দৈনিক আমাদের অর্থনীতির সাতক্ষীরা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, ডিবিসির সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, দৈনিক রূপালী বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি সৈয়দ আব্দুস সালাম পান্না, হাবিবুল হাসান সহরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই নিরপেক্ষ, তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গুরুত্ব দিয়ে আসছে এসএটিভি। আগামীতেও নিজস্ব স্বকীয়তা নিয়ে এগিয়ে যাবে এসএটিভি। তারা এসএটিভির বস্তুনিষ্ট সংবাদ ও অনুষ্ঠানমালার ভুয়সী প্রশংসা করার পাশাপাশি আগামী দিনের প্রত্যাশার কথা।