প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুন্তাছির বিল্লাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ রিপন, যুগ্ম আহ্বায়ক আরাফাত রাব্বি, শিহাবুজ্জামান, মাসুদ আলমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মুন্তাছির বিল্লাহ তাঁর বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের জীবনী ও আদর্শের উপর আলোকপাত করেন এবং ছাত্রছাত্রীদের সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ছাত্রদল নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভবিষ্যতে আরও সৃজনশীল কর্মসূচি আয়োজনের অঙ্গীকার করেন।