ফিচার

নওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানা

By daily satkhira

January 20, 2025

মেহেদী হাসান আটুলিয়া প্রতিনিধি : শ্যামনগরের নওয়াবেঁকীতে বাচ্চা সহ গরু জবাই করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারী ) রাতের আধারে নওয়াবেঁকী বাজারের আশরাফ,আসাদুজ্জামান, খোকন, বাদশা আলমগীর নামের একটি মাংস ব্যবসায়ী দল বাচ্চাসহ গরু জবাই করে বাচ্চাটিকে নদীতে ভাসিয়ে দেয়। সকালে পথচারী মানুষজন দেখতে পেয়ে ঘটনাটি স্থানীয় সংবাদকর্মীদের জানালে তারা উপজেলা প্রশাসন কে খবর দেয়।কিন্ত প্রশাসন আসার আগেই তারা উক্ত মাংস বিক্রয় করে দেয়।শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের একজন বাদশা আলমগীর কে পায় এবং ঘটনার সত্যতা জানতে পারে। কিন্ত মাংস পাওয়া যায়নি।

পরবর্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১এর ৪/২ধারা অনুযায়ী তাদেরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভেটোনারী সার্জন সুব্রত কুমার, শ্যামনগর থানা পুলিশের ৪ জন সদস্য।তারা স্থানীয় দের মাঝে সচেতনাতা ও দিকনির্দেশনামূলক কথা বলেন। নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান জানান আমি বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যেয়ে মাংস বিক্রয় বন্ধ করে দেই।

কিন্ত তারা দাবীকরে যে এটা খাওয়া যায়।তখন আমি বিষয়টা যাচাই করতে এলাকার দুইজন আলেমের সাথে কথা বলি তারা জানায় যে কারো যদি শখ হয় সে খাইতে পারবে কিন্তু এটা জেনে শুনে জবাই করা ঠিক নয়। এজন্য আমি চলে যাই । ক্রেতারা জানায় বাজার কমিটির মাধ্যমে গরু যাচাই করার জন্য একটি কমিটি করে দেওয়া ভালো। যাতে উক্ত কমিটি দেখার পরেই গরু জবাই করা হয়।