ফিচার

জিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়া

By daily satkhira

January 20, 2025

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ জানুয়ারী বাদ আসর শহরের হাটের মোড়ে সাতক্ষীরা জেলা তাঁতীদলের আয়োজনে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন।

সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, সাংগঠনিক সম্পাদক মেয়ারাজ হোসেন, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম বুলবুল, সবুজ মাষ্টার, মাহমুদ মোস্তফা, মনোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর অজিয়ার রহমান ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ হোসেন, পৌর যুবদল নেতা সাজ্জাদ হোসেন লালটু,

শ্রমিকদল নেতা আলতাফ হোসেন, বিএনপি নেতা নেছারুল, আব্দুল্লাহ আল মামুন, আশিক, রফিকুল ইসলাম, পৌর তাঁতীদল নেতা নাহিদ হাসান টিপু, নাজমুল হুদা, জায়েদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শাহাজাহান। উক্ত দোয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা, ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা এবং ২০২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি