দেবহাটা

দেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা

By daily satkhira

January 20, 2025

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার পারুলিয়া বিএনপির আয়োজনে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান পালন করা হয়েছে।

১৯ জানুয়ারী রবিবার রাত ৮ টায় বিএনপির কার্য্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা, আলোচনা সভা ও শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহবায়ক আহম্মাদ আলী।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সাবেক থানা যুবদলের সহ সভাপতি শেখ তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, আব্দুল গফফার সানা, আফছার আলী, ইদ্রিস আলী, আবুল হোসেন, সাবেক যুবদলের নেতা নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্ট্রি, মোহাম্মদ আলী, আব্দুল আজিজ, মফিজ, শফিকুল ইসলাম, কপোত শেখ, মতিন সানা, চিন্ময় প্রভু প্রমুখ। অনুষ্ঠানে তৃনমুল পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।