ফিচার

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

By daily satkhira

January 22, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে পুষ্প বৃষ্টিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। শীতের সকালে এক মনোরম পরিবেশে বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য ধারণ করে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। গান, অভিনয়,কবিতা আবৃত্তি আর ফুলেল সাজ সজ্জায় কোমলমতি নবীন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু।

প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান। অনুভুতি বক্তব্য দেন যশোর বোর্ডে প্রথম স্থান অধিকারী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগে কৃতি শিক্ষার্থী আহনাফ তাহসিন, শিক্ষিকা শারমিন সুলতানা, অভিভাবক স্বপ্না চক্রবর্তী, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফাহিম বিল্লাহ।

এসময় উপস্থিতি ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল রহমান সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগে কৃতি শিক্ষার্থী আহনাফ তাহসিন সহ ২৪ কৃতি শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ২২০ জন নবীণ শিক্ষার্থীদের বরণ করে করে নেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ফুলে ফুলে ভরে উঠে। অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সবমিলেই এক মিলন মেলায় পরিণত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম, সুখ্যাতি তুলে ধরে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষাজীবন গঠনের দিক নির্দেশনা দেন ও সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র শিক্ষক গাজী মমিনউদ্দিন ও সহকারী শিক্ষক মোঃ কাবিজুল ইসলাম।