কলারোয়া

কলারোয়া জোনাকী সিনেমা হলে বস-২; উপচে পড়া দর্শকের ভিড়!

By Daily Satkhira

June 28, 2017

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ঈদের পরের দিনই দেখে ফেললাম বস-২ বাংলা মুভিটি। ঈদের একদিন আগে গিয়ে অগ্রিম টিকিট কেনাটা মনে হচ্ছে সার্র্থক। মুভির প্লট ছিল চমৎকার। কনটেন্ট হিসেবে সন্ত্রাসবাদ ইস্যুাটা বেশ সময় উপযোগী। সেই সাথে নাম ভূমিকায় বস-২ নায়ক জিৎ এর অভিনয় ছিল প্রত্যাশার চেয়েও ভালো। চরিত্রের গভীরে ডুকে গিয়েছিল এ যেন ভিন্ন এক জিৎ। দুর্দান্ত অভিনয়ের সাথে সাথে জিতের ড্যাশিং লুকে বিমোহিত ছিল দর্শক ফিটনেসটা সত্যিই আকর্ষণীয়। মূলত পুলিশ-ক্রইম-পলিটিক্স নিয়েই মুভিটা বানানো হয়েছে। সে কারনে রোমান্স এবং কমেডি ছিল কম। বলা যায় জিতের জীবনের অন্যতম সিরিয়াস ক্যাটাগরির মুভি। পুরো মুভি জিৎ যেন একাই টেনে নিয়ে গিয়েছেন। কো-আর্টিস্ট হিসেবে শুভশ্রী ছিল চমৎকার। নুসরাত ফারিয়াকে খুব সুুন্দর লাগছে হিট ইয়ারা মেহেরবান গানে। যদিও তার ক্যারেক্টার এর ব্যাপ্তি ছিল কম। ওয়ান ম্যান শো মুভি হলেও অন্য চরিত্রগুলো বেশ ভালোই ছিল কেবল অমিত হাসানের চরিত্র ছাড়া। বিশেষ করে বলতে হয় মুভির জনপ্রিয় মুখ পুলিশ অফিসার চিরঞ্জিতের অধ্যার কথা তিনি সত্যিই খুব ভালো কাজ করেন। মুভির প্রথমার্ধ কিঞ্চিৎ গতিহিন থাকলেও বিরতির পর থেকেই শুরু হয় মুভির রহস্য। আর বিরতির আগে ছিল মুভির পার্ট টুকু। ক্লাইম্যাক্য্র এর কিছু দৃশ্য কিছু বলিউডি মুভির সাথে মিলে গেলেও সাধারণ দর্র্শকদের সেটা দেখার যেন সময় নাই। কারণ সবাই ততক্ষণে মন্ত্রমুগ্ধের মত হয়ে দেখছিল পুলিশ আর অপরাধীর দ্বৈরর্থ। ব্যাবগ্রাইন্ড মিউজিক চলনসই গানগুলো তো ভালোই লাগলো। তবে বাজেট আরও বেশি থাকলে অ্যাকশন দৃশ্যগুলো অনেক ভালো লাগতো। মুভিতে বড় ধরনের খুঁত না থাকলেও আর ভাল করার সুযোগ ছিল। সব মিলিয়ে দর্র্শকদের মতামতে দেখার মত মুভি বস-২। রেটিং দেয়ার কথা বললে পার্সোনাল দিবে ৭.৫/১০। জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিৎস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের বস-টু মুভি মুক্তি পেয়েছে ১১১টি হলে। জোনাকি ডিজিটাল সিনেমা হলের ভিতরে বা বাহিরে লাইনে দাঁড়িয়ে থাকা চোখে দেখা পড়ার মত দর্শকদের উপচে পড়া ভীড়। অপেক্ষা করছে টিকিটের জন্য কখন সেই কাঙ্খিত মুভি বস-টু মুুভিটা দেখতে পাবেন হলের বিশাল বড় পর্দায়। শো শুরু হওয়ার আগ পর্যন্ত হলের ভিতরে চুল পরিমান বসার জায়গা খালি ছিল না। শো শুরুর হওয়ার পরেও অনেক দর্শক চেয়ারে বসতে না পেরে দাঁড়িয়ে পুরো মুভিটা শেষ করলো। বস-টু মুভির ব্যাপারে কলারোয়া জোনাকী ডিজিটাল সিনেমা হলের মালিক শাহাজান কবীর ডাবলু সাথে কথা হলে তিনি বলেন, ঈদের দিন থেকে চলছে বস-টু মুভি। ঈদের সময় সিনেমা হলে সাধারণ দর্শকদের ভীড় অনেক বেশি থাকালেও বাকি দিনগুলো সিনেমা হল থাকে দর্শক শুন্য। তরুন দর্শকদের চাহিদা মোতাবেক হলের ভিতরে ডিজিটাল পর্দা ও সাউন্ড সিসটেম চালু করা হয়েছে। কোন কালবাজারীরা যেন মুভিটা ভিডিও করতে না পারে সেই জন্য হলের ভিতরে রাখা হয়েছে সর্বচ্ছ সতর্ক। দেড় লাখ টাকায় বস-২ মুভিটা এনে ব্যাপক দর্শক সাড়া মিলছে। সাথে সাথে সপরিবারের দেখার মতই ছবি বস-২। নারী-পুুরুষ দর্র্শক মিলে মুভিটি হলে দেখতে আসায় গত বারের চেয়ে এবার বেশি ব্যবসা হবে বলে তিনি মনে করেন। তাছাড়া ভারত-বাংলাদেশ যৌর্থ প্রযোজনায় কলকাতার জিৎ, শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত বস-টুর অগ্রিম টিকেটের জন্য অনেক দর্শক তার কাছে মোবাইল ফোনে কথা বলে বস-২ মুভির খোঁজ খবর নেন এবং তিনি দর্র্শকদের হলে এসে মুভিটা দেখার জন্য আমন্ত্ররণ জানান। এদিকে এ বছর ঈদে যৌথ প্রযোজনার ছবিকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা থেকে শুরু ও রাজপথে আন্দোলন সব কিছুকেই ছাঁপিয়ে অবশেষে সারা দেশে মুক্তি পেয়েছে ছবি দুটি। আন্দোলনকারীদের এতো আন্দোলন কোন কাজে আসেনি বরং সিনেমা হলগুলোতে কলকাতার জিৎ ও বাংলাদেশের শাকিবের রাজ চলছে। যৌথ প্রযোজনা দু’টি ছবিই কেন্দ্রীয় চরিত্রে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ ও শাকিব খান। ২৩৫টি সিনেমা হলে এই দু’টি ছবি মুক্তি পেয়েছে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত শাকিব খানের নবাব সারা দেশে ১২৪টি সিনেমা হলে মুুক্তি পেয়েছে। এবং জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিৎ ফ্লিম ওয়ার্কসপ প্রাইভেট লিমিটেডের বস-২ মুভি মুক্তি পেয়েছে ১১১টি হলে। যদিও নিয়ম না মেনে যৌথ প্রযোজনার ছবি বানানোর অভিযোগ তুলে নবাব ও বস-২ এর মুক্তি ঠেৃকোতে আন্দোলনে নামেন এফডিসি ভিত্তিক বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের একাংশ। এমনকি তারা দু’দিন সেন্সর বোর্ড ঘেরাও করে রাখেন। কিন্তু পরে দু’টি ছবিই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। আর এখন মুভি দু’টি দেখতে সিনেমা হল গুলোতে উপচে পড়া ভীড় করছে দর্র্শকরা।