ফিচার

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন ও সম্পাদক অয়ন গ্রেফতার

By daily satkhira

January 25, 2025

অলনাইন ডেস্ক :

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউস থেকে তাদেরকে আটক করা হয়।

তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে তাদের আটক করা হয়েছে। মামলার নম্বর ৫০ (৯) ২০২৪।