কালিগঞ্জ

কালিগঞ্জে ১৭ বিজিবি’র গণসচেতনতামুলক মতবিনিময় সভা

By daily satkhira

September 21, 2016

কালিগঞ্জ ব্যুরো: মাদক চোরাচালান ও অবৈধভাবে সীমান্তে বিচরণ বা অতিক্রম এবং সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান ও নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে নীলডুমুর ১৭ বিজিবি’র তত্ত্বাবধানে খানজিয়া বিওপি’র ব্যবস্থাপনায় ‘গণসচেতনতামূলক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় নলতা ইউনিয়নের সেন্ট্রাল সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলডুমুর ১৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এনামুল আরিফ সুমন। ১৭ বিজিবি’র অতিরিক্ত পরিচালক (ইন্টি:) মেজর আব্দুল্যাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দীন হাসান, কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নিউজ ২৪ ডটনেট’ এর সম্পাদক নিয়াজ কওছার তুহিন প্রমুখ। অতিথিবৃন্দ বলেন, সাম্প্রতিক কালে বিপথগামী ও ভ্রান্ত জঙ্গি মতাদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তি বা সংগঠন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম নিরপেক্ষ আবহ বিনষ্ট করছে। তারা নিরীহ মানুষকে হত্যা করছে এবং নাশকতামূলক কর্মকান্ড করে মুসলিম বা অমুসলিম ব্যক্তিবর্গকে উদ্দেশ্যমূলক ভাবে হত্যা করছে। কথিত এসব জঙ্গি সন্ত্রাসীদের নারকীয় কর্মকান্ড প্রতিহত করতে হবে। মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধে পাড়ায় পাড়ায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ কমিটি, মানব পাচারে সাহায্যকারী দালাল চক্রকে চিহিৃত করা ও শাস্তির আওতায় আনা এবং যে কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ড কঠোরভাবে প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি এসব বিষয়ে সচেতন হয়ে একযোগে কাজ করার জন্য বক্তারা উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা অঞ্চলের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী, নলতা ইউপি সদস্য হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শমসের আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।