ফিচার

হত্যা মামলায় পলাতক প্রধান শিক্ষক আ: মান্নান: শ্যামনগরের নকিপুর পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন শাহাদাৎ

By daily satkhira

February 05, 2025

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন মো. শাহাদাৎ হোসেন। বর্তমান প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান এর পরিবর্তে গত ২৬ জানুয়ারি শাহাদাৎ হোসেন এ পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে শাহাদাৎ হোসেন কে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের আয়ন-ব্যয়নকারী কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়। জানা যায়,ড. মুহাম্মদ আব্দুল মান্নান এর বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালত, সাতক্ষীরায়  দন্ডবিধি ৩০২, ৪২৭, ৩৭৯/৩৪ ধারা মোতাবেক ফৌজদারী মামলা নং ৪/২০২৪ চলমান থাকায় এ আদেশ জারী করা হয়। ২০১৭ সালে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের অলিউল্লাহ মোল্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। সে ঘটনায় গত নিহতের পরিবারের দায়েরকৃত মামলায় আসামীভুক্ত করা হয়েছে ড. মুহাম্মদ আব্দুল মান্নানকে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন ড. মুহাম্মদ আব্দুল মান্নান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপরোক্ত অফিস আদেশে আরও বলা হয় পরবর্তীতে শুন্য পদে প্রধান শিক্ষক/সহকারি প্রধান শিক্ষক যোগদানের পর স্বয়ংক্রিয়ভাবে উক্ত আদেশ প্রদত্ত ক্ষমতা বিলুপ্ত হবে। এছাড়া ট্রেজারী ও সাব-ট্রেজারী আইনের এস,আর/৯৬ ভলিউম-১ অনুযায়ী মোঃ শাহাদাৎ হোসেন কে আনুষংগিক ভাতা, সম্মানী ইত্যাদি বিল সমুহে স্বাক্ষর করার ক্ষমতা প্রদান করা হয়। একইসাথে দায়িত্ব পালনকালে যেকোন ধরনের আর্থিক অনিয়মের জন্য তিনি সর্বোতভাবে দায়ী থাকবেন বলেও উক্ত আদেশে উল্লেখ করা হয়। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, খুলনা এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান জানান, ২৮ জানুয়ারি (মঙ্গলবার) মোঃ শাহাদাৎ হোসেন সূত্রের আলোকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন।