ফিচার

দরগাহপুরে বাড়ির লোকদের অজ্ঞান করে লুটপাট

By daily satkhira

February 05, 2025

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে খরিয়াটি গ্রামে বাড়ির লোকজনকে অচেতন করে নগদ টাকাসহ মালামাল ছিনতাই এর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতে খরিয়াটি পশ্চিম পাড়ায় শহিদুল মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মৃত কোরবান মোড়লের ছেলে শহিদুল মোড়ল মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ চোরেরা কৌশলে ঘরের মধ্যে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দেয়।

চেতনাশকের ক্রিয়ায় স্বামী-স্ত্রী অচেতন হয়ে পড়লে চোরেরা ঘরে ঢুকে আলমারী, বাক্স ইত্যাদি ভেঙ্গে নগদ ৫ লক্ষ ৫৭ হাজার টাকা ও লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ভোরে সামান্য চেতনা ফিরলে উঠে চুরির ঘটনা জানতে পারেন। খবর পেয়ে থানার এএসআই জাকির হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত শহিদুলের চেতনা অনেকটা ভাল হলেও স্ত্রী ততটা সুস্থ হননি।