ফিচার

সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

By daily satkhira

February 05, 2025

বিশেষ প্রতিনিধি: “জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের রাজনীতি নিষিদ্ধ এবং গণহত্যায় জড়িতদের বিচারের দাবীতে” সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় সাতক্ষীরা খুলনা রোড সংলগ্ন আসিফ চত্বরে গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ইয়াছিন আরাফাত। সাবেক যুগ্ম সদস্য সচিব মোঃ মুজিবার রহমান, সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান, সহ-সভাপতি আজমির হোসেন, সিনিয়ার যুগ্মসাধারণ সম্পাদক খাইরুল আলম, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক হাবিব খান, সাতক্ষীরা জেলা পেশাজীবী অধিকার পরিষদের আহবায়ক ঢালী হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আল ইমরান ইমু, সাবেক সাধারণ সম্পাদক সারাফাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাওলানা গোলাম রসূল শাহিন, কালিগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেল, আশাশুনি উপজেলা সভাপতি আল নাসিম রাজু, তালা উপজেলা সভাপতি পলাশ আহমেদ, শ্যামনগর উপজেলা সভাপতি এস কে ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক এস কে আলম, দেবহাটা উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সহ ছাত্র ও যুব গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।