আশাশুনি

বুধহাটার নওয়াপাড়ায় দুঃসাহসিক চুরি সংঘটিত

By daily satkhira

February 07, 2025

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে সন্ধ্যাকালে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিশেষ কৌশলে চিলেকোঠার দরজা খুলে ছাদ দিয়ে ঘরে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর নওয়াপাড়া গ্রামের গাজী বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে।

নওয়াপাড়া গ্রামের আলহাজ্ব হাবিবুর রহমানের মেঝে ছেলে মুসফিক হায়দার সুজন বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ঘরের গ্রীলে তালা আটকে সাতক্ষীরার বাসায় যায়। রাত্র ৯ টার দিকে স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে বাড়িতে ফিরে ঘরে ঢুকে দেখে ঘরের ওয়ারড্রপ, শোকেচ, স্টিলের বাক্স তালা ভেঙ্গে মালামাল বাইরে এলোমেলো ফেলে রাখা এবং স্বর্ণালঙ্কারের বক্স থেকে অলঙ্কার নিয়ে খালি বক্স ফেলে রাখা।

তারা চিৎকার করে উঠলে পাশের বিল্ডিয়ে থাকা মা-বাবা বেরিয়ে আসলে খোঁজ করে দেখা যায় চোরেরা চিলেকোঠার দরজা বিশেষ কৌশলে খুলে সিঁড়ি বেয়ে ঘরে ঢুকে চুরি করে আবার ছাদে উঠে গাছ বেয়ে পালিয়ে গেছে। চোরেরা প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মাছ বিক্রয় করা নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা ও অন্যান্য মালপত্র নিয়ে গেছে। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আঃ কাদের ও অন্যান্য সদস্যরা ঘটনা স্থান পরিদর্শন করেন। শুক্রবার সকালে মুসফিক হায়দার সুজন বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরী করেছে।