ফিচার

কেন বেতন ভাতা বন্ধ হবে না তা জানতে চেয়ে ভালুকা চাঁদপুর কলেজের অধ্যক্ষকে নোটিশ

By daily satkhira

February 08, 2025

নিজস্ব প্রতিনিধি : জালিয়াতি ও দুর্নীতিসহ ৬টি অভিযোগ প্রমানিত হওয়ায় কেন বেতন ভাতা বন্ধ হবে না তার জবাব চেয়ে সাতক্ষীরা ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

গত ২ফেব্রæয়ারি ২০২৫ তারিখে উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্ত বেসরকারি কলেজ শাখার সহকারী পরিচালক মাঈন উদ্দিন স্বাক্ষরিত একপত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।

ওই পত্রে বলা হয়েছে কলেজের প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) শেখ শরিফুল ইসলাম একই কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশে^রুল হকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করেন।

এর প্রেক্ষিতে ৩৭.০০.০০০.০৯৫. ০৯৯.০০৮.২০২২-৬৩১ নং স্মারকে ১০ নভেম্বর ২৪ তারিখের নির্দেশনায় তদন্ত প্রতিবেদনের আলোকে ৬টি অভিযোগ প্রমানিত হওয়ায় কেন এ আর এম মোবাশে^রুল হককে বেতন ভাতাদি বন্ধ করা হবে না মর্মে ৫ কর্ম দিবসের মধ্যে কারন দর্শানো এবং একই বিষয়ে মতামত প্রদানের জন্য সভাপতি, গভর্নিং বডি কে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবিষয়ে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশে^রুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এধরনের একটি কপি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তবে আমি এখনো হাতে পাইনি। ##