শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে পিপিইপিপি-ইইউ প্রকল্প পরিদর্শন করছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল।পরিদর্শন কালে তারা কাজের গুণগত মান সন্তোষজনক মনে করেন।
৭ফেব্রুয়ারী(শুক্রবার) ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারগরি সহযোগিতার এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে “পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের চলমান কার্যক্রম শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের উন্নয়ন সহযোগিতার প্রধান মিঃমিশাল ক্রেজজা, মিঃ নিকোলাস মেরভিলি এবং এমএস মেরি লর বার্গেই, ফিনান্স অ্যান্ড কন্ট্রাক্টস ম্যানেজার, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ,পিকেএসএফ প্রকল্প পরিচালক, পিপিইপিপি-ইইউ এর ড.শরীফ আহমেদ চৌধুরী, পিকেএসএফ এর কর্মকর্তাবৃন্দ, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এন.জি.এফ) এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, পরিচালক মোঃ আলমগীর কবির, হেড অব মনিটরিং এস. এম. মাহাবুব আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালীন সময়ে কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে কাঁকড়ঘাটা গ্রাম কমিটির সদস্যদের সাথে আলোচনা, সদস্যদের বাস্তবায়িত আইজির স্টল, ভেড়া পালন, সোনালী মুরগি পালন, ভেটকী মাছের চাষ, সেলাই কাজ, সরিষা চাষ, অক্সিনেডেট ভ্যানে মাছের পোনা পরিবহন, কাঁকড়ার ব্যবসা, ক্ষুদ্র ব্যবসার আইজিএ এবং প্রসপারিটি বাড়ির আইজিএ পরিদর্শন করেন। এর পাশাপাশি সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী ক্লাব) এবং মা ও শিশু ফোরামের সদস্যদের সাথে আলোচনা ও প্রকল্পের কার্যক্রম এর মাধ্যমে তাদের আর্থিক, সামাজিক, পুষ্টি ও স্বাস্থ্যগত পরিবর্তন, দূর্যোগ বিষয়ে ধারনা গ্রহণ করেছেন।