বিশেষ প্রতিনিধি:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প’ এর আওতায় ভবন নির্মাণ, বাস্তব অবস্থা এবং বিদ্যমান চ্যালেঞ্জসমূহ সরেজমিন পরিদর্শন করেন সহকারী প্রকল্প পরিচালক ফারজানা আবেদীন খানম। তিনি ৮ই ফেব্রুয়ারি শনিবার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের চলমান কাজ পরিদর্শনে আসেন।
পরিদর্শন কালে তিনি সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকলের আওতায় নতুন ভবনের চলমান কাজের গুণগত মান ঘুরে ঘুরে দেখেন। এবং ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বলেন।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের প্রভাষক ডক্টর প্রতাপ রায়, অনাথ চন্দ্র হালদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা সদরের উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, শ্যামনগর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান, ঠিকাদারের প্রতিনিধি ইকবাল হোসেন।