নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেছেন, দলীয় কন্দোলটা সব বড় দলেই থাকে। যে কারনেই হোক না কেন সাতক্ষীরাই এটা ছিলো। কাউকে দোসারোপ করবো না। আমরা সবাই কম বেশি নির্যাতিত হয়েছি। বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্তু সেই প্রতিযোগিতা হওয়া উচিত ছিলো স্পোর্টম্যান স্পীডে। সেটা হারিয়ে ফেলেছিলাম। আমরা নেতাকর্মীদের সেই চেতনায় উদ্বুদ্ধ করবো। এখন তৃণমূলের নেতাকর্মীরা নেতা বানাবে সুতরাং গ্রæপিংয়ের আর কোন সুযোগ থাকবে না।
মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, মনিরুজ্জামান, আক্তারুল ইসলাম, আবু হাসান হাদী, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: শহীদুল আলম, কাজী আলাউদ্দীনসহ অন্যরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পরে কেউ যদি আমাদের দল করতে চাই। স্বাগত। কিন্তু নেতৃত্বে আসতে গেলে অবশ্যই কিছুদিন কাজ করতে হবে।
এটা কিন্তু ৫ই আগষ্টের আন্দোলন না। আমাদের আন্দোলনটা ১৭ বছর ধরে। ২০১৩ সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৩৫ জনের হত্যা করা হয়েছে। সেটাও আন্দোলনের একটা অংশ। আমাদের আন্দোলনটা এক দিনের না। ১৭ বছরের আন্দোলন। যারা ১৭ বছর ধরে আন্দোলন করেছে তারা যেন এই পদ্ধতির মধ্যে থাকতে পারে। ##