দেবহাটা

দেবহাটায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

By daily satkhira

February 11, 2025

কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলা নার্সারীর পাশে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুরুতে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক সাইফুল ইসলাম। উপজেলা কৃষি অধিদপ্তরের এসএপিপিও সীমান্ত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা প্রানী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, প্রভাষক ইয়াসিন আলী,

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গনের ১০টি স্টল পরিদর্শন করেন। আগামী বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।