ফিচার

সাতক্ষীরায় সম্প্রীতি সুরক্ষায় মতবিনিময় সভা

By daily satkhira

February 12, 2025

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় সম্প্রীতি সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত মতবিনিময় সভাপতিত্ব করেন, অধ্যাপক পবিত্র মোহন দাশ।

বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী,দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, উন্নয়ন কর্মী মাধব দত্ত, সাংবাদিক রঘুনাথ খাঁসহ অন্যরা। বক্তারা বলেন ৫ আগস্টের পর সারা দেশেই সম্প্রীতি বিনষ্ট হয়েছে।

সম্প্রীতি রক্ষা করতে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। একসাথে কাজ করতে হবে। কারন দুর্বৃত্তরা সংখ্যায় খুবই কম। সম্মিলিতভাবে এগিয়ে আসলেই সম্প্রীতি রক্ষা হবে। শান্তি ফিরবে। ##