ফিচার

তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় একুশে বইমেলার উদ্বোধন

By daily satkhira

February 12, 2025

নিজস্ব প্রতিনিধি ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান সামনে নিয়ে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, এনডিসি পলাশ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটল, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমূখ।

এর আগে সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম মনির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ বইমেলা পরিদর্শন করেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বইমেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি সাতক্ষীরার লেখক, কবি, সাহিত্যিকদের বই সংগ্রহের কথা বলেন। এই বই মেলা চলবে ১২ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। বাঙালি জাতি হিসেবে এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে