ফিচার

আসমানী শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By daily satkhira

February 13, 2025

সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রাচীন শিশু শিক্ষা প্রতিষ্ঠান আসমানী শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্কুল ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ¦ আলাউদ্দীন আল আজাদ।

স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শীলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য তোফাজ্জেল হোসেন, শাহীন আলম, সমীর কুমার দে, সুফিয়া ইসলামসহ অন্যরা।

স্কুলের প্রতিটি শ্রেণির ছেলে মেয়েদের আলাদা করে তিনটি বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি