ফিচার

সাতক্ষীরায় মৎস্য ঘেরে সেচ দিতে গিয়ে ফিরোজ নামে এক ব্যবসায়ীর মৃত্যু

By daily satkhira

February 15, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মৎস্য ঘেরে সেচ দিতে গিয়ে ফিরোজ নামে এক তরুন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুখরালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুন ব্যবসায়ী ফিরোজ হোসেন (৩২) পারকুখরালী এলাকার আবুল খায়েরের ছোট ছেলে।

নিহতের মামাতো ভাই জাহিদ হোসেন জানান, নিজের মৎস্য ঘেরে পানি সেচ দেওয়ার জন্য মোটরে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় অসাবধানত বশত বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।