ফিচার

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

By daily satkhira

February 18, 2025

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে আহ্বায়ক হয়েছেন সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আনারুল ইসলাম।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই আংশিক কমিটি অনুমোদন দেন। ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি