নিজস্ব প্রতিনিধি : আনন্দ ঘনো পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও শিক্ষক মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় সাতক্ষীরা মোজাফ্ফর গার্ডেনে এ অভিষেক অনুষ্ঠান ও শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম (শামীম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আমানুল্যাহ,সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি সদস্য সচিব মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির, সহ-সভাপতি আবুল কাশেম, মো. এমাদুল ইসলাম, মো. লিয়াকত আলী, মো. আব্দুল মালেক,মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. তৈবুর রহমান,মো. শফিকুর রহমান, কোষাধ্যক্ষ
মো. জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ এস এম আব্দুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া, মো. শাহিনুর ইসলাম, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, মহিলা সম্পাদক অর্চনা বালা রায়সহ সকল নির্বাচিত সদস্যগন। দ্বিতীয় পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষক সমিতির সকল পর্যায়ের সদস্যগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্যা ও জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মো. নজিবুল ইসলাম।