কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের দীর্ঘ একশ বছরেরও বেশি সময়ের সমস্যা জলাবদ্ধতা নিরাসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় এলাকাবাসীর উদ্যোগে খেজুরবাড়িয়া জামে মসজিদ চত্বরে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন খেজুরবাড়িয়া গ্রামের কৃতি সন্তান র্যাবের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকবর আলী, ইউপি সদস্য সিরাজুল ইসলাম। উপস্থিত থেকে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, নবাব আলী, সাংবাদিক সুজন ঘোষ। এসময় খেজুরবাড়িয়া গ্রামের দীর্ঘ দিনের সমস্যা জলাবদ্ধতায় এলাকার মানুষের জনদূর্ভোগ তুলে ধরা হয়। তাছাড়া সামান্য বৃষ্টিতে এলাকার রাস্তাঘাট ডুবে গিয়ে চলাচলের ব্যাপক সমস্যা সৃষ্টি পাশাপাশি বসতবাড়িতেও পানি ঢুকতে শুরু করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকলে সমস্যাগুলো পরিদর্শন করেন। একই সাথে আগামী সোমবার পানি সরানোর ড্রেন নির্মানের জন্য খাস জমির মাফ জরিপ করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে নির্দেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দীর্ঘ শত বছরের বেশি সময়ের সমস্যা সমাধান হতে যাওয়ায় এলাকাবাসী নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। সমগ্র আলোচনা সভাটি পরিচালনা করেন প্রভাষক ও সাংবাদিক রাজু আহম্মেদ।