আশাশুনি

আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

By daily satkhira

February 25, 2025

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া প্রমুখ।

সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা সঞ্জয় কুমার রায়, সহকারী উপজেলা শিক্ষা অফাসার আঃ রকিব, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহিত কুমার দাশ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, সরকারি কলেজের প্রভাষক মাসুদুর রহমান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমানসহ সরকারি কর্মকর্তা, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।