দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় জাতীয় সেনা দিবস ২০২৫ যথাযথভাবে পালন করা হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাফর আলী, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর,কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সখিপুর ইউপি সদস্য আবুল হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক, ইউপি সদস্যা রেহেনা পারভিন, পারুলিয়া ইউপির দফাদার নুরুল ইসলাম, গ্রাম পুলিশ আবু তালেব প্রমুখ।
সভায় বক্তারা বিগত ২০০৯ সালে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের কারনে বিগত ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে দেশপ্রেমিক ৫৭জন সেনা অফিসারকে হত্যা করা হয় উল্লেখ করে সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যার বিচারের জন্য বর্তমান সরকারের কাছে দাবী জানান।