সাতক্ষীরা

বাঁচতে চায় আশাশুনির অসহায় কৃষক জাহাঙ্গীর

By daily satkhira

February 26, 2025

আশাশুনি প্রতিনিধি: বাঁচতে চায় এতিম, অসহায় দক্ষ কৃষক জাহাঙ্গীর হোসেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত আব্দুল কাদের গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৬), তিনি বিবাহ উপযোগী এক কন্যা সন্তানের পিতা। তিনি দীর্ঘদিন মাজার দুই সাইডে ব্যথায় ভুগছিলেন। গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ডাক্তার সঞ্জয় কুমার সরকার তাকে দুইটা কিডনি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন। সেখান থেকে বাড়ি আসার পর ১১ জানুয়ারি খুলনার আবু নাছের হাসপাতালে ভর্তি করেন। আবু নাছের হাসপাতালের ডাক্তার এনামুল কবির এক মাস ধরে চিকিৎসা করেন। চিকিৎসা শেষে তিনি বলেন যতদিন বাঁচবে ততদিন এই রোগীকে ডাইলোসিস্ করতে হবে। সেখান থেকে রোগীর অবস্থা আরও খারাপ হলে ঢাকা কিডনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্যে রোগী মারাত্মক অবস্থা দেখে তাকে ২৫ জানুয়ারি সকালে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমান গুরুতর অবস্থায় অক্সিজেনের মাধ্যমে চিকিৎসাধীন রয়েছে। তাকে ঢাকার সি কে ডি ইউ হাসপাতালে দ্রুত ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করতে পারলে হয়তো বাঁচানো সম্ভব। কিন্তু তার চিকিৎসার জন্য ব্যয় হবে ১০ থেকে ১২ লক্ষ টাকা। যা তার হতদরিদ্র গরিব অসহায় স্ত্রীর পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। টাকার অভাবে মুমূর্ষু রোগীকে হাসপাতালে ভর্তি করতে পারছে না। মুমূর্ষু রোগী জাহাঙ্গীর ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অথচ রোগীটিকে বাঁচাতে তার সহায় সম্বল সব হারিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে অবশেষে দেশবাসীর নিকট আকুতি জানিয়েছেন তার পরিবার। দুইটা কিডনি ড্যামিস জাহাঙ্গীরকে বাঁচাতে তার স্ত্রী বিত্তবানদের নিকট জরুরি ভাবে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

কৃষক জাহাঙ্গীরের স্ত্রী রুপা খাতুনের যোগাযোগ ০১৩১৫৯৫৭৮৮১ বিকাশ ও নগদ নং ০১৭২৮৮০৮৯৫৩