ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সঙ্গীতা মোড়ে সনামধন্য প্রতিষ্ঠান বড়বাজারের ভ্যারাইটি স্টোরের নতুন শাখা নিউ ভ্যারাইটি স্টোরের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় সঙ্গিতা মোড়ের পশু হাসাপাতালের সামনে দেছের মিয়া টাওয়ারে নিউ ভ্যারাইটি স্টোরের উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কর্মাসের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল গফুর , সাবেক সভাপতি জেলা চেম্বার অফ কমার্স আলহাজ্ব আব্দুল মান্নান, বাংলাদেশ আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশন কার্যকরী সদস্য লুৎফর রহমান সৈকত, সাব্বির আলী, আলিম আল রাজী রাজ প্রমুখ।
উল্লেখ্য নিউ ভ্যারাইটি স্টোর সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের অবস্থিত আলহাজ্ব দেছের আলী মিয়ার সনামধন্য কাপড়ে প্রতিষ্ঠান ভ্যারাইটি স্টোরের অঙ্গপ্রতিষ্ঠান। এখানে নারী-পুরুষ-শিশুসহ সকল মানুষে পোষাক খুচরা ও পাইকারী বস্ত্র শোরুম।