ফিচার

সাতক্ষীরা সদর বিআরডিবি ইউসিসিএর বার্ষিক সাধারণ সভা

By daily satkhira

February 27, 2025

নিজস্ব প্রতিনিধি: ছোট ছোট বালুকার কনা বিন্দু বিন্দু জল গড়ি তুলি মহাদেশ সাগর অতল। গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে পুজি গঠন পাশাপাশি সহজ শর্তে ঋণ প্রদান করে তাদের আত্মসামাজিক উন্নয়নে বিআরডিবি অগ্রণী ভ‚মিকা পালন করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর বিআরডিবি’র হলরুমে বিআরডিবি-ইউসিসিএর ৪২ তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদর ইউসিসিএর চেয়ারম্যান স্বপন কুমার শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর বিআরডিবি’র পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আবু বিল্লাল হোসেন, বিআরডিবি’র সদর দপ্তরের সহকারি পরিচালক মো: জহিরুল হক, সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা করিমুন হক, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: রাসেল রানা, জুনিয়র অফিসার সাইফুল্যাহ, সাতক্ষীরা ইউসিসিএর প্রাক্তন চেয়ারম্যান সোহেল উদ্দীন, এসময় উপস্থিত ছিলেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মৃদুল সরকার হিসাব সহকারি শাহ আলম, রাজিবুল শেখ, শাহাদাত হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান শেষে সর্বোচ্চ ঋণ গ্রহণকারি সমিতি এবং সর্বোচ্চ সঞ্চয় জমাকারিকে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম। ##