নিজস্ব প্রতিনিধি : রমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর শাখার আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদার নেতৃত্বে একটি মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে আসিফ চত্ত¡র হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, শিবিরের শহর সভাপতি আল মামুন, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।
প্রধান অতিথি শেখ নূরুল হুদা বলেন, রহমত, বরকত আর মাগফিরাতের মাস হলো রমযান। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ থেকে নিকটবর্তী আসমানে পবিত্র কুরআন শরিফ নাজিল করেন। এ মাসেই জিবরাঈল (আ.) কুরআনের বাণী নিয়ে প্রথম রাসুলের (সা.) কাছে আসেন হেরা গুহায়। কুরআনের কারণেই রমজান মাসের আলাদা মর্যাদা।
জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেন, মানুষ দুই কারণে আল্লাহর আদেশ অমান্য করে। তার নিজের নফসের তাড়নায় আর শয়তানের ধোকার কারণে। এ মাসে আল্লাহ শয়তানের ধোকা বন্ধ করে দেন, আর সারা দিন না খেয়ে থাকার কারণে নফস দুর্বল হয়। ফলে নফসকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হয়। এ অবস্থায় অতিরিক্ত সতর্কতার সঙ্গে পুরো একটা মাস আল্লাহর সকল আদেশ-নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলার অভ্যাস করতে পারলে, বছরের বাকি এগার মাস সেই অভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয়। ##