খেলা

রোনালদোর পর্তুগালের বিপক্ষে ‘নতুন শক্তির’ চিলি

By Daily Satkhira

June 28, 2017

সেমিফাইনাল কতটা কঠিন হতে যাচ্ছে, শেষ চারের লাইনআপ ঠিক হওয়ার আগেই আঁচ করতে পেরেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রতিপক্ষদের নিয়ে অবশ্য খুব বেশি ভাবেননি ‘আত্মবিশ্বাসী’ রিয়াল মাদ্রিদ তারকা। ফাইনালে ওঠার স্বপ্নের কথা শুনিয়েছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরই। যদিও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে রোনালদোর পর্তুগালকে ‘নতুন শক্তির’ চিলির বিপক্ষে। টানা দুইবার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব জিতে ফুটবল বিশ্বে নিজেদের ক্ষমতার জানান দিয়েছে ‘লা রোজা’। তাই চিলির বিপক্ষে হবে কনফেডারেশনস কাপে পর্তুগিজদের আসল পরীক্ষা।

কাজানের ম্যাচটি শুরুর আগেই উত্তেজনার আঁচ পাচ্ছে ফুটবল বিশ্ব। গত কয়েক বছরে ফুটবলের অন্যতম শক্তিশালী দল হয়ে ওঠা চিলি নিজেদের দিনে যে কাউকে হারানোর ক্ষমতা রাখে। রাশিয়ার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল দেখতে তাই মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। উত্তেজনাকর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টায়, সরাসরি দেখা যাবে ‘সনি সিক্স’ ও ‘টেন টু’ চ্যানেলে।

অবিশ্বাস্যভাবে ইউরো চ্যাম্পিয়ন হয়ে এবারের কনফেডারেশনস কাপে সুযোগ পেয়েছে পর্তুগাল। চিলি অবশ্য টানা দুইবার কোপা আমেরিকা জিতে জায়গা করে নিয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে। শক্তিশালী দল দুটির লড়াইয়ে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি নজর থাকবে রোনালদোর ওপর। রিয়াল মাদ্রিদে দুর্দান্ত মৌসুম কাটিয়ে জাতীয় দলেও আছেন চেনা ছন্দে। চিলির প্রধান লক্ষ্যই তাই তিনি। মিডফিল্ডার মার্সেলো দিয়াস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের চেষ্টা থাকবে পর্তুগাল অধিনায়ককে আটকানোর।

কনফেডারেশনস কাপের সেমিফাইনালে ওঠার পথে রোনালদো লক্ষ্যভেদ করেছেন দুইবার। রিয়াল উইঙ্গারকে নিয়ে দিয়াস বলেছেন, ‘আমরা সবাই জানি ক্রিস্তিয়ানো অসাধারণ এক খেলোয়াড়। খুবই বিপজ্জনক এবং একাই ম্যাচের ফল নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখে।’ তাই তাকে আটকানো হবে চিলির প্রধান কাজ, ‘আমাদের প্রধান লক্ষ্য থাকবে তাকে আটকানোর চেষ্টা করা, যাতে তার কাছে বল না যায় এবং গোল করতে না পারে।’

স্বস্তিতে থাকতে পারছে না পর্তুগালও। ভারসাম্যপূর্ণ চিলির বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। লাতিন আমেরিকার দলটিতে আছেন আলেক্সিস সানচেস ও আরতুরো ভিদালের মতো পরীক্ষিত খেলোয়াড়। বিপজ্জনক হয়ে উঠতে পারেন এদুগার্দো ভার্গাস। শেষ চারের গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো শক্তির দলই পাচ্ছেন চিলির আর্জেন্টাইন কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি। পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস কিছুটা হলেও দুশ্চিন্তায় আছেন। ম্যানচেস্টার সিটির নতুন খেলোয়াড় বের্নার্দো সিলভার খেলা নিয়ে রয়েছে সংশয়। বিবিসি