ফিচার

চাঁদা না দেওয়ায় পাকাপুল মোড়ে দেছার আলীর হোটেলে ভাংচুর

By daily satkhira

March 06, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের পাকাপোল মোড় এলাকার মুক্তিযোদ্ধা ক্যান্টিনের মালিক দেছার আলীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী এবং টাকা না দেওয়ায় ওই হোটেলের জিনিসপত্র ভাংচুর করার অভিযোগ উঠেছে বীর মুক্তিযোদ্ধা শফি মোল্লার বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিকার চেয়ে হোটেল মালিক দেছার আলী সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী দেছার আলী গাজী বলেন, সাতক্ষীরা শহরস্থ পাকাপোল মোড়ে মুক্তিযোদ্ধা সংসদের নিচতলায় আমাদের একটি ভাতের হোটেল আছে। একটি রুম ভাড়া নিয়ে আমরা দীর্ঘ ১৮ বছর যাবত ওইখানে ভাতের হোটেল পরিচালনা করে আসছি। আগে আমি মুক্তিযোদ্ধা সংসদের কমিটির নিকট ভাড়া টাকা পরিশোধ করে আসছি। সম্প্রতি মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরার কমিটি বিলুপ্ত হওয়ায় আমি ব্যাংক চালানের মাধ্যমে ডিসি অফিসে মাসিক ভাড়া দিয়ে আসছি। এর পর ধূলিহর তালতলা এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা শফি মোল্লা প্রতিনিয়ত আমার কাছে ৫০ হাজার টাকা দাবী করে আসছিল। তাকে টাকা না দিলে আমাদের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকি দিচ্ছিলেন এবং হোটেল ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন। এরই সূত্রধরে বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০ টার দিকে মুক্তিযোদ্ধা শফি মোল্লা এসে পূণরায় আমার কাছে ৫০ হাজার টাকা চান। আমি দিতে রাজি না হওয়ায় তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে হোটেলের আসবাবপত্র ও তৈজসপত্র ভাংচুর করে।

এ ব্যাপারে জানার জন্য একাধিকবার বীর মুক্তিযোদ্ধা শফি মোল্লার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।