ফিচার

সাতক্ষীরায় নারী শিক্ষিকাকে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

By daily satkhira

March 07, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রধান শিক্ষক কর্তৃক নারী শিক্ষিকাকে লাঞ্চিত ও অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী শিক্ষিকা আকলিমা খাতুন, ১০ শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম, মাছুম বিল্লাহ, মনিরা খাতুন, আলমামুনসহ অন্যরা। বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সব সময় বাজে ব্যবহার করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি কথায় কথায় গায়ে তোলেন। অবিলম্বে ওই প্রধান শিক্ষকে বহিস্কারসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তুচ্ছ ঘটনায় বাকবিতন্ডা হয়েছে। কোন মারপিট বা লঞ্চিতের ঘটনা ঘটেনি। তবে মাথা গরম হয়ে যাওয়ায় গালি দিয়েছিলাম। এটার জন্য ক্ষমা প্রার্থী। ##